শুক্রবার   ১৭ মে ২০২৪ || ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৭ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইতিহাস গড়ে টেস্ট জিততে হবে মুমিনুলদের

স্পোর্টস ডেস্ক

১৩:৪৮, ২ মে ২০২১

৪৩৮

ইতিহাস গড়ে টেস্ট জিততে হবে মুমিনুলদের

পাল্লাকেলের দ্বিতীয় টেস্টের ভাগ্য অনেকটাই অনুমান করা গেছে তৃতীয় দিনেই। ২৫১ রানে অলআউট হওয়ার পরই ধারণা করা হচ্ছিল ছুঁতে না পারা লক্ষ্য দিয়ে থামবে শ্রীলংকা। চতুর্থ দিনে এমনটাই করেছেন স্বাগতিক অধিনায়ক করুনারত্নে। 

১৯৪ রানে ৯ উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করেছে শ্রীলংকা। প্রথম ইনিংসে ২৪২ রানে এগিয়ে থাকায় বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৩৭। তাই এই টেস্ট জিতলে হলে আসলে বাংলাদেশকে গড়তে হবে ইতিহাস, ভাঙতে হবে রেকর্ড। 

কারণ ৪১৮ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই কারও। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 

১৯-২ দিয়ে দিন শুরু করা শ্রীলংকা আজ নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। স্বাগতিক স্পিনারদের পর জ্বলে উঠেছেন তাইজুল-মিরাজও। ক্যারিয়ারে আটবারের মতো ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। মেহেদি হাসান মিরাজ নেন দুটি উইকেট। এছাড়া উইকেট পেয়েছেন পার্টটাইম স্পিনার সাইফ হাসানও। সবচেয়ে গুরুত্বপূর্ণ করুনাত্নকে ফিরিয়েছেন এই বাঁহাতি। 

বোলারদের সাফল্যা দেখে অবশ্য খুশি হওয়ার সুযোগ নেই টাইগারদের। লঙ্কান স্পিনাররাও যে দেখাতে পারেন সমান ঝলক। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank