শনিবার   ০৯ ডিসেম্বর ২০২৩ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩০ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন ৮৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি 

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৩৪, ৭ আগস্ট ২০২২

৩৪৯

নতুন ৮৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি 

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৮৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৭৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৪ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১৫ জন এবং অন্যান্য বিভাগে ৭২ জন রোগী ভর্তি রয়েছে।

এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ৩ হাজার ১৮৪ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৬৭৭ জন এবং ঢাকার বাইরে ৫০৭ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৭৮২ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৩৫৭ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী  ৪২৫ জন।

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত