সোমবার   ০৭ জুলাই ২০২৫ || ২২ আষাঢ় ১৪৩২ || ০৯ মুহররম ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন ৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:০২, ২ আগস্ট ২০২২

নতুন ৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৪ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪৬ জন এবং অন্যান্য বিভাগে ৭৬ জন রোগী ভর্তি রয়েছে।

এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ২ হাজার ৮১২ জন, ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৩৬১ জন এবং ঢাকার বাইরে ৪৫১ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৪৭৮ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ১১১ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ৩৬৭ জন।

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত