সোমবার   ০৬ মে ২০২৪ || ২৩ বৈশাখ ১৪৩১ || ২৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিশু চলচ্চিত্র উৎসবে ইরানের ‘মেটামরফসিস ইন দ্য স্লটারহাউজ’

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১১:০১, ১৭ জানুয়ারি ২০২১

আপডেট: ১১:০২, ১৭ জানুয়ারি ২০২১

৭৪৭

শিশু চলচ্চিত্র উৎসবে ইরানের ‘মেটামরফসিস ইন দ্য স্লটারহাউজ’

বাংলাদেশে আয়োজিত হতে চলা ১৪ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব দেখানো হবে ইরানি চলচ্চিত্র ‘মেটামরফসিস ইন দ্য স্লটারহাউজ’। চিলড্রেনস ফিল্ম সোসাইটির উদ্যোগে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে জানুয়ারির ৩০ তারিখ থেকে ৫ ফ্রেবুয়ারি পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।

জাভাদ দারাঈ পরিচালিত ‘মেটামরফসিস ইন দ্য স্লটারহাউজ’ মূলত এক পরিবারের গল্প। যাদেরকে নিজের বাড়ি ছাড়তে হয়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফরিবা তালেবী, সায়েদ আহমাদী, ফারিবা তোরকাশবন্দ, ফারহনাজ মনফিজাহের, রাহামত সেকর খাঁদ, ফৌজান আহমদী, মাহশিদ খসরাভি, ইমান সরফ, আরেজৌ বালালিদেহকর্ডী, সারিনা ইউসেফি, মোহাম্মদ এগলিমি, আমির আব্বাস গাজাই, অবিন কুহজাদেহ।

সপ্তাহব্যাপী আয়োজিত একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব এটি। যেখানে পূর্ণ ও স্বল্পদৈর্ঘ এবং পরীক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শিত হয়। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান বাংলাদেশের বৃহত্তম এবং শিশু ও তরুণদের জন্য একমাত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank