বুধবার   ০৮ মে ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কে-পপ শিল্পীদের জন্য সামরিক সেবা আইনে পরিবর্তন

বিনোদন ডেস্ক

১২:২৬, ২ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৬:২২, ২ ডিসেম্বর ২০২০

৮৫৩

কে-পপ শিল্পীদের জন্য সামরিক সেবা আইনে পরিবর্তন

কোরিয়ান পপ তথা কে-পপ শিল্পীদের বৃহস্পতি এখন তুঙ্গে। কিছুদিন আগেই গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনায়ন পেয়েছে বিটিএস। কোন কোরিয়ান ব্যান্ডের ক্ষেত্রে যা সর্বপ্রথম। আর এবার তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আইনই পরিবর্তন করলো দক্ষিণ কোরিয়া।  

দেশটির সামরিক সেবা আইন মতে সুস্থ ও স্বাভাবিক মানুষকে ১৮-২৮ বছরের মধ্যে অবশ্যই ২০ মাসের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হবে। 

কিন্তু নতুন আইন মতে, সংস্কৃতি মন্ত্রীর অনুমোদন পেলে কে-পপ শিল্পীরা দুই বছরের জন্য এই বিষয়টি স্থগিত রাখতে পারবেন। অর্থাৎ ৩০ বছর বয়স পর্যন্ত তাদেরকে সেনাবাহিনীতে কাজ করতে হবে না। 

পরিবর্তিত আইনে বলা হয়েছে যে, পপ শিল্পীরা দেশে ও দেশের বাইরে দক্ষিণ কোরিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করছে, সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটক মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে তাদের সামরিক সেবার বিষয়টি ৩০ বছর বয়স পর্যন্ত স্থগিত রাখা হবে।

আরও পড়ুন- ** প্রথমবারের মতো গ্র্যামিতে মনোনয়ন পেলো কোরিয়ান পপ ব্যান্ড

আইনের পরিবর্তনটি জন্মদিনের উপহার হিসেবে এসেছে বিটিএস এর সবচেয়ে বয়স্ক শিল্পী জিনের জন্য। কেননা কিছুদিন পরই তার ২৮ তম জন্মদিন পূর্ণ হবে। ফলে তাকে বাধ্যতামূলক ২০ মাসের সামরিক সেবায় যেতে হতো।  

সাম্প্রতিক সময়ে পুরো বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে কোরিয়ান পপ ব্যান্ডগুলো। সর্বশেষ গান ‘ডিনামাইট’ এর জন্য সেরা দলীয় পারফরম্যান্স ক্যাটাগরিতে মনোয়ন পেয়েছে বিটিএস। যেখানে মনোনিত হয়েছেন টেইলর সুইফট ও লেডি গাগার মতো তারকা কণ্ঠশিল্পীরা। এছাড়া প্রথম কোরিয়ান ব্যান্ড ও প্রথম বিদেশি ভাষার গান হিসেবে বিলবোর্ডের শীর্ষে ছিল বিটিএস। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank