শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথমবারের মতো গ্র্যামিতে মনোনয়ন পেলো কোরিয়ান পপ ব্যান্ড

বিনোদন ডেস্ক

১২:৩৮, ২৬ নভেম্বর ২০২০

আপডেট: ১২:৫৫, ২৬ নভেম্বর ২০২০

৮৮০

প্রথমবারের মতো গ্র্যামিতে মনোনয়ন পেলো কোরিয়ান পপ ব্যান্ড

তরুণদের মাঝে কোরিয়ান পপ, সংক্ষেপে ডাকা কে-পপ গানের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। সেভেনটিন ব্যান্ডের ‘ডোন্ট ওয়ানা ক্রাই’ কিংবা বিটিএসের ‘বয় ইন লাভ’ এখন সেভ আছে কোটি তরুণের মোবাইল কিংবা আইপডে। 

বিশেষ করে বিটিএস আছে জনপ্রিয়তার শীর্ষে। ব্যান্ডটির প্রতিটি সদস্যের চুলের স্টাইল থেকে শুরু করে পোশাক এমনকি ব্যাগও নকল করছেন ভক্তরা। 

সর্বশেষ তাদের মুকুটে যুক্ত হয়েছে নতুন এক পালক। ৬৩ তম গ্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে বিটিএস। কোন কে-পপ ব্যান্ডের জন্য যা প্রথম। তাদের সর্বশেষ গান ‘ডিনামাইট’ এর জন্য সেরা দলীয় পারফরম্যান্স ক্যাটাগরিতে মনোয়ন পেয়েছে এই ব্যান্ড। যেখানে মনোনিত হয়েছেন টেইলর সুইফট ও লেডি গাগার মতো তারকা কণ্ঠশিল্পীরা। 

আরও পড়ুন - **৬৩তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা 

ডিনামাইট ছিল তাদের প্রথম পূর্ণাঙ্গ ইংরেজী গান। আগস্টে গানটি প্রকাশ হওয়ার পর এক সপ্তাহ তা ছিল বিলবোর্ডের শীর্ষে। 

এমন আনন্দের সংবাদে টু্ইটারে একটি রিয়েকশন ভিডিও প্রকাশ করেছে বিটিএস। ভিডিওতে দেখা যায় তাদের নাম মনোনয়নের পরপরই চিৎকার দিয়ে ওঠেন ব্যান্ডের সদস্যরা। 

ব্যান্ডের অন্যতম সদস্য জেফ বেঞ্জামিন টুইটারে লিখেন, গ্র্যামি মনোনয়ন পাওয়ায় তার ক্যারিয়ারের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank