শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সবচেয়ে ধনী নারী সঙ্গীতশিল্পী এখন রিয়ানা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৩:২৬, ৫ আগস্ট ২০২১

৬৯৬

সবচেয়ে ধনী নারী সঙ্গীতশিল্পী এখন রিয়ানা

সঙ্গীতশিল্পী রবেইন রিয়ানা ফেন্টিকে আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়র ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তথ্য বিশ্লেষণকারী ম্যাগাজিন ফোর্বস। বুধবার (৪ আগস্ট) ফোর্বস জানায়, রিয়ানার সম্পত্তির আনুমানিক পরিমাণ ১.৭ বিলিয়ন ডলার। 

ফোর্বস এর তথ্যমতে, রিয়ানা এখন নারী সঙ্গীতশিল্পীদের মধ্যে শীর্ষ ধনী এবং বিনোদন জড়তে কাজ করা নারীদের মধ্যে দ্বিতীয় শীর্ষ ধনী। যার প্রথম স্থানে আছেন অপরাহ উইনফ্রে। 

রিয়ানর সর্বশেষ অ্যালবাম ‘ব্যাড গাল’ প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। যার ‘অ্যান্টি’ নামক গানটি টানা ৬৩ সপ্তাহ বিলবোর্ডের শীর্ষে ছিল। পরবর্তীতে রিয়ানা নিজের ব্যবসা বাড়ানোতে মনযোগ দেন। 

রিয়ানা প্রথমে ব্যবসা শুরু করেন ফেন্টি বিউটি ম্যাকআপ ও স্যাভেজ এক্স ফেন্টি অন্তর্বাস দিয়ে। ফোর্বস এর তথ্যমতে, কেবল ফেন্টি বিউটি ম্যাকআপের আর্থিক মূল্য ২.৮ বিলিয়ন ডলার। 

এখান থেকে রিয়ানা উপার্জন করেছেন ৫৫০ মিলিয়ন ডলার। যা কিম কারদাশিয়ান ওয়েস্টের কেকেডব্লিউ বিউটি, কাইলি জেনারের কাইলি প্রসাধনী এবং জেসিকা আলবার কোম্পানির উপার্জনের চেয়ে বেশি। 

স্যাভেজ এক্স ফেন্টিতে রিয়ানার শেয়ার ৩০ শতাংশ। প্রতিষ্ঠানটির বর্তমান আর্থিক মূল্য ১ বিলিয়ন ডলারের বেশি। সেখান থেকে রিয়ানা আয় করেছেন ১১৫ মিলিয়ন ডলার। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank