সোমবার   ২৯ মে ২০২৩ || ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ || ০৭ জ্বিলকদ ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘সেইনফেল্ড’ খ্যাত অভিনেত্রী এস্টেল হ্যারিস আর নেই

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১১:০৭, ৪ এপ্রিল ২০২২

আপডেট: ১১:০৭, ৪ এপ্রিল ২০২২

৪৪৫

‘সেইনফেল্ড’ খ্যাত অভিনেত্রী এস্টেল হ্যারিস আর নেই

আমেরিকান জনপ্রিয় টিভি অভিনেত্রী এস্টেল হ্যারিস মারা গেছেন। শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার পাম ডেসার্টে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৩ বছর। 

টেলিভিশনের কৌতুক সিরিজ ‘সাইনফিল্ড’-এ এস্টেল হ্যারিসের অভিনয় দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। এই অভিনেত্রীর সরু, তীক্ষ্ণ গলার আওয়াজ এখনও ‘সাইনফিল্ড’-প্রেমীদের কানে ভাসে।

এছাড়াও ‘টয় স্টোরি’তে মিসেস পোট্যাটো হেড চরিত্রে ডাব করেছিলেন এস্টেল। কৌতুক ঘরানার টেলিভিশন সিরিজ, ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’তেও দেখা গেছে তাকে। তার প্রতিটি কাজ প্রশংসিত হয়েছে।

এস্টেল হ্যারিসের জন্ম নিউইয়র্কে। তবে তিনি বড় হয়েছেন পিটসবার্গ শহরতলিতে। সেখানে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। স্কুলে পড়াকালীন বিভিন্ন নাটকে অভিনয় করার সময় তিনি বুঝতে পারেন, কথা বলার ভঙ্গি দিয়ে তিনি মানুষকে হাসাতে পারেন। ধীরে ধীরে তিনি হয়ে উঠেন টেলিভিশনের জনপ্রিয় মুখ।

সূত্র: সিএনএন

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
BKash CA