বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ষষ্ঠ স্থানে নো ওয়ে হোম

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:২৪, ২৪ জানুয়ারি ২০২২

৫৪২

সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ষষ্ঠ স্থানে নো ওয়ে হোম

স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম
স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম

করোনা প্যান্ডেমিককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে আয় করেই যাচ্ছে স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম সিনেমাটি।

এখন পর্যন্ত বৈশ্বিক বাজারে ১.৬৯ বিলিয়ন মার্কিন ডলার বা ১৪,৫১৪ কোটি টাকার বেশি আয় করেছে সিনেমাটি।

আর এ আয় দিয়েই এখন সিনেমাটি বক্স অফিসের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ষষ্ঠ স্থানে পৌঁছে গেছে।

এর ফলে এটি ছাড়িয়ে গেছে জুরাসিক ওয়ার্ল্ডদ্য লায়ন কিং সিনেমা দুইটিকেও। জুরাসিক ওয়ার্ল্ড আয় করেছিল ১.৬৭ বিলিয়ন মার্কিন ডলার। আর দ্য লায়ন কিং-এর মোট আয় হয়েছিল ১.৬৬ বিলিয়ন মার্কিন ডলার।

তবে সিনেমাটি এ তালিকায় আর উঠবে কিনা তার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। কারণ শীর্ষ ৫-এ থাকা সিনেমাগুলোর আয় দুই বিলিয়ন ডলারের ঘরে।

তবে নো ওয়ে হোম চীনের বাজারে মুক্তি দেওয়া হয়নি। চীন বৈশ্বিক সিনেমার একটি বড় বাজার। এছাড়া নো ওয়ে হোম মুক্তি পেয়েছে করোনার সময়। কে জানে সব ঠিক থাকলে হয়তো সেরা তিন-এও চলে আসতে পারতো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স-এর এ সিনেমাটি।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank