বুধবার   ০৮ মে ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রধানমন্ত্রীর সহায়তা চান বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা দিলুর পরিবার

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১৫:৫৫, ১৬ জানুয়ারি ২০২১

আপডেট: ১৬:২১, ১৬ জানুয়ারি ২০২১

১০০২

প্রধানমন্ত্রীর সহায়তা চান বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা দিলুর পরিবার

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলুর সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছে তার পরিবার।

মজিবুর রহমান দিলুর ছেলে অয়ন রহমান তার পরিবারের পক্ষ থেকে অপরাজেয় বাংলার কাছে এই প্রত্যাশার কথা জানিয়েছেন। অয়ন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় মানুষের বিপদে পাশে দাঁড়ান। আমার বাবার বর্তমান চিকিৎসা খুব ব্যয়বহুল। তার চিকিৎসা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা করা হলে আমরা উপকৃত হবো।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট অভিনেতা মজিবুর রহমান দিলুর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে শনিবার দুপুরে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।

এর আগে গেলো মঙ্গলবার (১২ জানুয়ারি) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শ্বাস-প্রশ্বাসে সমস্যা ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা শুরু হয়। শুক্রবার (১৫ জানুয়ারি) মজিবুর রহমান দিলুকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

বিশিষ্ট এই অভিনেতা ২০০৫ সালে বিরল গুলেনবারি সিনড্রোম রোগে আক্রান্ত হয়েছিলেন।

বিশিষ্ট অভিনেতা মজিবুর রহমান দিলু নাট্যব্যক্তিত্ব ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমানের ছোট ভাই। পরিবারের পক্ষ থেকে তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank