শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অস্কারের দৌড়ে বিদ্যার ছবি, উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

১৬:৪৫, ১৮ জানুয়ারি ২০২১

আপডেট: ১৭:২৭, ১৮ জানুয়ারি ২০২১

৬৬০

অস্কারের দৌড়ে বিদ্যার ছবি, উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা

ভারতীয় সিনেপ্রেমীদের জন্য সুখবর। ২০২১ অস্কারের দৌড়ে রয়েছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের ছবি ‘নটখট’। সেরা শর্ট ফিল্ম (লাইভ অ্যাকশন) ক্যাটাগরিতে ঠাঁই পেয়েছে সেটি।

এতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা। পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনাও করেছেন তিনি। গেল বছর মুক্তি পায় ‘নটখট’। এ দিয়ে প্রযোজনায় নাম লেখান তিনি। 

স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা করেন মেধাবী নির্মাতা শান ভায়াস। ৩৩ মিনিট ব্যাপ্তির ছবিটি ত্রিবেকা’র উই আর ওয়ান: এ গ্লোবাল ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হয়। এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতেছে এটি।

অস্কারের মঞ্চে ভারতকে উপস্থাপন করতে পেরে রোমাঞ্চিত ‘নটখট’ এর শিল্পী-কুলাকুশলীরা। বিদ্যার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে আরএসভিপি মুভিস। 

সোশ্যাল মিডিয়া টুইটারে তারা লিখেছে, পৃথিবীর কোণে কোণে পৌঁছতে আমরা এ চলচ্চিত্র তৈরি করেছি। তাতে বৈশ্বিক পরিবর্তনের বিষয় তুলে ধরেছি। যেটা বাড়ি থেকে শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে মর্যাদাকর সিনে পুরস্কারের দৌড়ে থাকতে পেরে আমরা উল্লসিত।

এর প্রশংসায় মেতেছেন বলিউড কাঁপিয়ে হলিউড দাপিয়ে বেড়ানো অভিনেত্রী এবং সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নটখট’ এর পোস্টার শেয়ার করেছেন তিনি। জবাবে তাকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যা। এক টুইটে তিনি জানিয়েছেন, ইয়াহু… তোমাকে অনেক ধন্যবাদ পিচি।   

‘নটখট’ এ মায়ের চরিত্রে রূপদান করেছেন বিদ্যা।  তাতে ছেলেকে লিঙ্গ বৈষম্যের গুরুত্ব বুঝিয়েছেন তিনি। ছবিটিতে শিশুর ভূমিকায় চরিত্রায়ন করেছেন সানিকা প্যাটেল। বাবার ভূমিকায় রয়েছেন রাজ অর্জুন। ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে চূড়ান্ত পর্বের মনোনয়ন পেতে লড়ছে ভারতীয় ফিল্মটি।
 
‘নটখট’ ছাড়াও দেশটির আরও দুটি ছবি এবারের অস্কারের শর্ট ফিল্ম বিভাগে মনোনীত হতে ‘যুদ্ধ’ করছে। একটি হলো কিথ গোমস পরিচালিত এবং সায়নী গুপ্ত অভিনীত ‘শেমলেস’ । অপরটি তুষার ত্যাগী পরিচালিত এবং আদিল হুসেন অভিনীত ‘সেভিং চিন্টু’।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank