পদত্যাগ করলেন আইডিয়ালের সেই মুশতাক
পদত্যাগ করলেন আইডিয়ালের সেই মুশতাক
![]() |
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ।
‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) তিনি গভর্নিং বডির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে মুশতাক আহমেদ নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্কুলের দাতা সদস্য পদ থেকে আমি পদত্যাগ করেছি।
গভর্নিং বডির সভাপতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান দাতা সদস্য খন্দকার মুশতাকের ‘পদত্যাগপত্র’ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তী বৈঠকে খন্দকার মুশতাক আহমেদের পদত্যাগপত্র গ্রহণ ও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসেন খন্দকার মুশতাক আহমেদ। এ ঘটনার জেরে ওই ছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করেন।
মামলায় খন্দকার মুশতাক আহমেদ ও আইডিয়ালের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।

আরও পড়ুন
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
- সামাজিক সচেতনতায় ১৫০ কিমি পায়ে হাঁটলেন কুবির ৩ শিক্ষার্থী