সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১ || ১৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অলিম্পিয়ান রোমান সানার আকস্মিক অবসর

স্পোর্টস ডেস্ক

১৭:২১, ৩ মার্চ ২০২৪

১৫৩

অলিম্পিয়ান রোমান সানার আকস্মিক অবসর

২০১০ সালে আর্চারিতে অভিষেক হওয়া রোমান সানা ২০১৯ বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের পুরুষ একক ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করে বনে যান দেশের আর্চারির প্রাণপুরুষ। প্রথম বাংলাদেশি হিসেবে এই প্রতিযোগিতার ইতিহাসে পদক লাভ করেন।

সেই রোমানই এবার নিয়েছেন জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত। অনেকটা অভিমান করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই অলিম্পিয়ান আর্চার। ইতোমধ্যেই আর্চারি ফেডারেশনে নিজের অবসরের সিদ্ধান্ত লিখিত আকারে জমা দিয়েছেন রোমান সানা। এমনই এক খবর জানিয়েছে দেশের একটি সংবাদমাধ্যম।

গেল বেশ কিছু দিন ধরেই আর্চারির মঞ্চে আলো কাড়তে পারছেন না তিনি। ২০২৩ সালে থাইল্যান্ডে প্যারিস অলিম্পিকের কোয়ালিফাই টুর্নামেন্টেও উল্লেখযোগ্য কিছু করতে ব্যর্থ হন সানা। আছে চোটের সমস্যাও।

এছাড়া প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ডের জন্য আর্চারি থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে যাদের নাম দেওয়া হয়েছে, সেই তালিকায় ঠাঁই হয়নি রোমানের।

সতীর্থ আর্চারের সঙ্গে অসদাচরণের দায়ে ২০২২ সালে রোমানকে ২ বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল ফেডারেশন। পরে তা কমিয়ে আনে ফেডারেশন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank