সোমবার   ০৪ নভেম্বর ২০২৪ || ২০ কার্তিক ১৪৩১ || ২৯ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফুটবল মাঠে চমক দেখাতে চান তাবিথ আওয়াল

স্পোর্টস ডেস্ক

১৯:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২৪

৩৯১

ফুটবল মাঠে চমক দেখাতে চান তাবিথ আওয়াল

মাঠের খেলা ফুটবল। সেই মাঠেই চমক দেখাতে চান বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়া তাবিথ আউয়াল। আজ এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি। 

বাফুফের সর্বোচ্চ পদ সভাপতি। মূলত সভাপতির পরিকল্পনার ওপরই চলে ফুটবল। তাই সভাপতি নির্বাচিত হলে কি করবেন এমন প্রশ্নের উত্তরে তাবিথ চমকের ঘোষণা দিয়েছেন, ‘সভাপতি হলে খেলার মাঠে চমক থাকবে। ফুটবল সামনের দিকে নিতে পারব আশা করি।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচন জমে উঠেছে। ২৬ অক্টোবরকে সামনে রেখে তরফদার রুহুল আমিন আগেই সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। আজ সোমবার তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বাফুফের সাবেক সহ-সভাপতি ও সাবেক ফুটবলার তাবিথ আউয়ালের নাম আনুষ্ঠানিকভাবে জানা গেছে। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নিজেই বাফুফের নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

সাবেক এই ফুটবলার ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২০ সালে একই পদে পরাজিত হন। এবার সভাপতি পদে প্রার্থিতা নিয়ে বলেছেন, ‘আমি গত তিনটি নির্বাচন করেছি। এবারও আমি লড়বো। আর সেটা সভাপতি পদে। আমি আশাবাদী জিতবো।’ 

সপ্তাহ খানেক আগে বাফুফে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। ডাকসুর সাবেক নেতা খায়রুল কবির খোকন। আজ তাবিথের সভাপতি প্রার্থীতা ঘোষণার সময় বিএনপির কেউ ছিলেন না। অথচ তাবিথ বিএনপির নির্বাহী কমিটিতে রয়েছেন এবং তার বাবা আব্দুল আউয়াল মিন্টু বিএনপির অন্যতম নীতি নির্ধারক। তরফদারের অনুষ্ঠানে আমিনুলের উপস্থিতি ও সমর্থন সম্পর্কে তাবিথের মন্তব্য, ‘সে (আমিনুল) একজন সাবেক তারকা খেলোয়াড়। সাফজয়ী দলের সদস্য। তাকে শুধু দলের গণ্ডিতে রাখা ঠিক হবে না। কেউ চাইলে কাউকে সমর্থন দিতেই পারে। এটা উন্মুক্ত বিষয়।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank