রোববার   ০৬ অক্টোবর ২০২৪ || ২১ আশ্বিন ১৪৩১ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাকিস্তানকে হারিয়ে বড় লাফ বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক

১৪:০৩, ২৬ আগস্ট ২০২৪

২৫৫

পাকিস্তানকে হারিয়ে বড় লাফ বাংলাদেশের 

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে নাজমুল হাসান শান্তর দল। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তলানির দিকে ছিল বাংলাদেশ। আটে থাকা বাংলাদেশের নিচে ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে আটে নেমে গেছে পাকিস্তান। 

অন্যদিকে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে দুই ধাপ এগিয়েছে টাইগাররা। আট থেকে পয়েন্ট টেবিলে বর্তমানে ছয়ে অবস্থান করছে শান্ত-সাকিবরা।  

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষ দুইয়ে আছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতের ঝুলিতে আছে ৬৮ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া অর্জন করেছে ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। 

এ ছাড়া তিন ও চারে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশের সমান ৫ ম্যাচে দুই জয় নিয়েও হেড টু হেডে এগিয়ে থাকায় বাংলাদেশের চেয়ে একধাপ ওপরে আছে শ্রীলঙ্কা। শীর্ষে থাকা দুই দলই ২০২৫ সালে মুখোমুখি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank