শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘সাকিব কিংবদন্তি, রিয়াদ দলের স্পিরিট’

স্পোর্টস ডেস্ক

২০:২০, ১৯ মে ২০২৪

২১৭

‘সাকিব কিংবদন্তি, রিয়াদ দলের স্পিরিট’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা ত্যাগের আগে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ভূয়সী প্রশংসা করেছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসা করে হাথুরুসিংহে বলেন, ‘সাকিব ক্রিকেটের কিংবদন্তি। আমরা জানি সাকিব সব টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করছি এটা তার সবচেয়ে বড় বিশ্বকাপ হবে। তিন বিভাগেই সে অবদান রাখবে। দারুণ একজন লিডার। প্লেয়ারদের সাথে ভালোভাবে মিশে, সম্মান আদায় করে নেয় এবং খেলাটা খুব ভালোভাবে বোঝে।’

জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গে হাথুরু জানান, মাহমুদউল্লাহ সম্ভবত দলের স্পিরিট। সে দলের মধ্যে অনেক শান্তশিষ্ট ভাব নিয়ে আসে। সে যখন ড্রেসিংরুমে কথা বলে তখন সবাই শোনে। বর্তমানে সে দারুণ ছন্দে আছে। সম্প্রতি তার ব্যাটিং অন্য পর্যায়ে চলে গেছে। সে ভয়ডরহীনভাবে ব্যাট করছে। সে দলের জন্য দারুণ। চাপ ভালোভাবে সামাল দেয় এবং এই বিশ্বকাপে তরুণদের পথ দেখাবে বলে আশা করছি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank