বুধবার   ০৮ মে ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এক দশক পর ফরাসি চ্যাম্পিয়ন লিলে

স্পোর্টস ডেস্ক

১০:৩৫, ২৪ মে ২০২১

৪৯৬

এক দশক পর ফরাসি চ্যাম্পিয়ন লিলে

ফরাসি লিগ ১ এর চলতি মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইকে ১ পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে শিরোপা জিতেছে লিলে। দলটি সর্বশেষ ঘরোয়া লিগ জিতেছিল ২০১১ সালে। 

ফরাসি লিগের এবারের শেষ দিনটি ছিল উত্তেজনায় ঠাসা। কারণ একই দিনে শিরোপা, চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লিগ এমনকি রেলিগেশনও নির্ধারিত হয়েছে। 

৩৭ তম রাউন্ড শেষে শিরোপা জিততে লিলের পয়েন্ট ছিল ৮০ আর পিএসজির ৭৯। অর্থাৎ ভাগ্য নিজেদের হাতেই ছিল দলটির। শেষ ম্যাচে অ্যাঞ্জার্সকে ২-১ ব্যবধানে হারিয়ে জয়ের উল্লাস করেছে ক্রিস্টফে গালতিয়ের শিষ্যরা। 

ম্যাচের দশ মিনিটেই কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় লিলে। আর প্রধমার্ধের শেষ মিনিটে ডেভিডকে ডি বক্সে ফাউল করা হলে পেনাল্টি থেকে গোল আদায় করেন বুরাক ইলমাহ। 

৯২ মিনিটে অ্যাঞ্জার্সের হয়ে গোল করে অবশ্য ভয় ধরিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলো ফুলগিনি তবে শেষ পর্যন্ত প্রথমার্ধের পারফরম্যান্সই শিরোপা জয়ের জন্য যথেষ্ট ছিল। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank