রোববার   ১৩ অক্টোবর ২০২৪ || ২৭ আশ্বিন ১৪৩১ || ০৬ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাইব্রেকারে পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২২:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২৪

৩০৯

টাইব্রেকারে পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র। জয়ী দলকে বেছে নিতে তাই টাইব্রেকারের দ্বারস্থ হয়। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই। সে লড়াইয়ের শেষ দৃশ্যে বাংলাদেশের কিশোরদের মুখে হাসি। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ।

ম্যাচ টাইব্রেকারে গড়ানোর ঠিক আগ মুহূর্তে গোলরক্ষক পরিবর্তন করেন কোচ সাইফুল বারী টিটু। নাহিদুল ইসলামের জায়গায় আলিফ রহমান ইমতিয়াজকে দেন গোলপোস্ট সামলানোর দায়িত্ব।

কোচের এই কৌশল শেষ পর্যন্ত কাজে দিয়েছে। পাকিস্তানের আব্দুল ঘানির নেওয়া অষ্টম শটটি রুখে দিয়ে বাংলাদেশকে ফাইনালে তোলেন আলিফ। আর বাংলাদেশের পক্ষে মিঠু চৌধুরী শেষ শটে লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি। বাংলাদেশের হয়ে টাইব্রেকারে জাল খুঁজে পাওয়া অন্যরা হলেন, মুর্শেদ আলী, জয় আহমেদ, সায়েম অমিত, কামাল মৃধা, মোহাম্মদ মানিক ও আকাশ আহমেদ।

এর আগে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ৩২ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। কর্নারে উড়ে আসা বলে হেড করে জালে পাঠান শাহাব আহমেদ।

বিরতির পর ৬০ মিনিটে আব্দুল রেহমানের পেনাল্টিতে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে চলে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে দুই গোলে পিছিয়ে হাল ছাড়েননি টিটুর শিষ্যরা। কর্নার থেকে পাওয়া বলে সাইড ভলিতে ব্যবধান কমান বদলি ফরোয়ার্ড মিঠু চৌধুরী। আর যোগ করা সময়ে রিফাত কাজীর ক্রসে মানিকের নিঁখুত প্লেসিংয়ে গোল করলে সমতায় ফেরে বাংলাদেশ।

আগামী ২০ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। সেখানে বাংলাদেশের অপেক্ষায় রয়েছে ভারত।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank