বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ || ২৬ বৈশাখ ১৪৩১ || ২৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতকে বিধ্বস্ত করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৭:৪৭, ৫ মার্চ ২০২৪

২৫০

ভারতকে বিধ্বস্ত করলো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (৫ মার্চ) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হয়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ ও ভারত। তাই ফাইনালের পথে এগিয়ে যেতে উভয়ের কাছেই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল নেপালকে। আর ভারত ৭-০ গোলে উড়িয়ে দেয় ভুটানকে। এই ম্যাচকে তাই ফাইনালের ড্রেস রিহার্সেল হিসেবে দেখছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু।

ম্যাচের প্রথমার্ধেই আলফি আক্তারের গোলে ভারতের বিপক্ষে লিড নিয়ে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভারত বাংলাদেশকে চেপে ধরে। ম্যাচের ৫০তম মিনিটে ভারতের একটি আক্রমণ পোস্টে লাগলে গোল বঞ্চিত হয়। তবে এর চার মিনিট পর বক্সের ডান প্রান্তের কোণা থেকে ভারতের ফরোয়ার্ড আনুষ্কা কুমারীর শট বাংলাদেশের জালে জড়ালে ম্যাচে সমতা ফেরে।

ম্যাচে সমতা ফেরার পর ভারত লিড নিতে মরিয়া হয়ে উঠে। উল্টো ম্যাচের ৮০তম মিনিটে প্রীতি ভারতীয় দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে দুরন্ত গতিতে বক্সে প্রবেশ করে অসাধারণভাবে প্লেসিংয়ে দলের হয়ে দ্বিতীয় গোল করেন। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাস জটলার মধ্যে আরেকটি গোল করলে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

গত মাসে সাফের অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ও ভারত ম্যাচে অনেক নাটকীয়তার জন্ম দেয়। নির্ধারিত সময় ১-১ ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও দু’দলই ১১টি সমান গোল করেন। এরপর আকস্মিকভাবে লঙ্কান ম্যাচ কমিশনার টস করে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। এতে বাংলাদেশ আপত্তি জানালে সিদ্ধান্ত পরিবর্তন করেন ম্যাচ কমিশনার। পরবর্তীতে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

ঐ ঘটনার পর বাংলাদেশ-ভারত আবার নারী ফুটবলে মুখোমুখি হয়। সেই লড়াইয়ে বাংলাদেশ জেতায় খানিকটা মানসিক স্বস্তিতে রয়েছে। যদিও দু’টি দল ভিন্ন পর্যায়ের।

আগামী শুক্রবার (৮ মার্চ) বাংলাদেশ-ভূটান ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank