শনিবার   ২২ মার্চ ২০২৫ || ৮ চৈত্র ১৪৩১ || ২০ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জলপাই পছন্দ করায় স্ত্রীকে ডিভোর্স!

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৪

৩৭৩

জলপাই পছন্দ করায় স্ত্রীকে ডিভোর্স!

জলপাই পছন্দ করায় স্ত্রীকে ডিভোর্স দিলেন এক স্বামী। ওই ব্যক্তির দাবি, জলপাইয়ের প্রতি স্ত্রীর ঝোঁক তাঁর ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে কুয়েতে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

এ সংক্রান্ত ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন আব্দুল আজিজ আল ইয়াহিয়া নামের এক আইনজীবী।

এই আইনজীবী জানিয়েছেন, ডিভোর্সের জন্য বিভিন্ন কারণ থাকলেও জলপাইয়ের প্রতি স্ত্রীর আসক্তি ওই ব্যক্তিকে আদালতে আসতে বাধ্য করেছে।

স্বামীর অভিযোগ, জলপাইয়ের প্রতি আসক্তির কারণে স্ত্রীর সঙ্গে তিনি আর থাকতে পারছেন না। কারণ ফলটির গন্ধ তিনি একদমই সহ্য করতে পারেন না।
 
আল ইয়াহিয়া সমস্যাটি সমাধানের জন্য স্বামীর প্রচেষ্টার বিষয়টিও সামনে এনেছেন। ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে বারবার বোঝাতে চেয়েছেন যে, জলপাইয়ের গন্ধ তাঁর অপছন্দ। এরপরেও তাদের মতপার্থক্য অমীমাংসিত ছিল।

আব্দুল আজিজ জানিয়েছেন, ওই ব্যক্তির স্ত্রী জলপাই ছেড়ে দিতে পারবেন না বলে জানিয়েছেন। শেষ পর্যন্ত স্ত্রীর রুচির কারণে ওই ব্যক্তির যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের জন্য তিনি একটি মামলা করতে বাধ্য হন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank