জলপাই পছন্দ করায় স্ত্রীকে ডিভোর্স!
জলপাই পছন্দ করায় স্ত্রীকে ডিভোর্স!
![]() |
জলপাই পছন্দ করায় স্ত্রীকে ডিভোর্স দিলেন এক স্বামী। ওই ব্যক্তির দাবি, জলপাইয়ের প্রতি স্ত্রীর ঝোঁক তাঁর ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে কুয়েতে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ সংক্রান্ত ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন আব্দুল আজিজ আল ইয়াহিয়া নামের এক আইনজীবী।
এই আইনজীবী জানিয়েছেন, ডিভোর্সের জন্য বিভিন্ন কারণ থাকলেও জলপাইয়ের প্রতি স্ত্রীর আসক্তি ওই ব্যক্তিকে আদালতে আসতে বাধ্য করেছে।
স্বামীর অভিযোগ, জলপাইয়ের প্রতি আসক্তির কারণে স্ত্রীর সঙ্গে তিনি আর থাকতে পারছেন না। কারণ ফলটির গন্ধ তিনি একদমই সহ্য করতে পারেন না।
আল ইয়াহিয়া সমস্যাটি সমাধানের জন্য স্বামীর প্রচেষ্টার বিষয়টিও সামনে এনেছেন। ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে বারবার বোঝাতে চেয়েছেন যে, জলপাইয়ের গন্ধ তাঁর অপছন্দ। এরপরেও তাদের মতপার্থক্য অমীমাংসিত ছিল।
আব্দুল আজিজ জানিয়েছেন, ওই ব্যক্তির স্ত্রী জলপাই ছেড়ে দিতে পারবেন না বলে জানিয়েছেন। শেষ পর্যন্ত স্ত্রীর রুচির কারণে ওই ব্যক্তির যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের জন্য তিনি একটি মামলা করতে বাধ্য হন।

আরও পড়ুন

জনপ্রিয়
- ২৬ সেপ্টেম্বর কী ঘটবে, কেন এত আলোচনা?
- জয়নুল আবেদিনের চিত্রকর্ম ৮ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি
- ভারতে শকুন কমে যাওয়ায় অতিরিক্ত ৫ লাখ মানুষের মৃত্যু
- মানুষের মতো হাতিরাও একে অন্যকে ডাকে নাম ধরে!
- ১৮ বছর ধরে প্রতিবেশীর বিদ্যুৎ বিল দিয়েছেন তিনি!
- আজ ‘বেস্ট ফ্রেন্ড’ দিবস
- স্বামীর গায়ের রং কালো, তাই বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী
- রান্নায় বিশ্বসেরা আবির, বানালেন বাংলাদেশি খাবার
- প্রিন্স উইলিয়ামের পরকীয়ার কারণে স্বেচ্ছায় অন্তর্ধান কেটের!
- চুরি করা আইফোন দিয়ে খাবারের বিল মেটালেন চোর