ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার
ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার
ফেসবুকে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে ম্যালওয়্যার ছড়াচ্ছে একদল সাইবার অপরাধী। সম্প্রতি এ ধরনের প্রতারণার ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান ট্রাস্টওয়েভ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ফেসবুকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিচ্ছে সাইবার অপরাধীরা। বিজ্ঞাপনে থাকা লিংকে ক্লিক করলেই স্মার্টফোন বা কম্পিউটারে ‘ওভিথ্রিআর স্টিলার’ ম্যালওয়্যার প্রবেশ করে। ক্ষতিকর ম্যালওয়্যারটি যন্ত্রে থাকা বিভিন্ন তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে দূরে থাকা সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে।
ট্রাস্টওয়েভের তথ্যমতে, ফেসবুকে সাধারণত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে সাইবার অপরাধীরা। এসব বিজ্ঞাপনে চাকরির আবেদনের জন্য একটি লিংকে ক্লিক করার পাশাপাশি পিডিএফ ফাইল নামানোর কথা বলা হয়। আগ্রহীরা লিংকে ক্লিক করলে বা পিডিএফ ফাইল নামালেই কম্পিউটার বা স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করে ওভিথ্রিআর স্টিলার ম্যালওয়্যার।
ওভিথ্রিআর স্টিলার ম্যালওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, অনলাইনে আদান-প্রদান করা বার্তা, ভার্চ্যুয়াল মুদ্রার অ্যাকাউন্টের পাসওয়ার্ডসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য সংগ্রহ করছে সাইবার অপরাধীরা। ফলে এসব তথ্য কাজে লাগিয়ে পরবর্তী সময়ে বড় ধরনের সাইবার হামলা চালানো সম্ভব।
জানা গেছে, গোপনে কম্পিউটার বা স্মার্টফোনে প্রবেশের পর ওভিথ্রিআর স্টিলার ম্যালওয়্যারটি ৯০ মিনিট পরপর দূরে থাকা সাইবার অপরাধীদের কাছে তথ্য পাঠাতে থাকে। ফলে একজন ব্যক্তির সর্বশেষ সব তথ্যই জানতে পারে সাইবার অপরাধীরা।
ম্যালওয়্যার হামলা থেকে নিরাপদ থাকতে সন্দেহজনক ফেসবুকে বিজ্ঞাপনে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। পাশাপাশি অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো পিডিএফ ফাইল নামানোর ক্ষেত্রেও সচেতন থাকতে বলেছেন তাঁরা।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট