রোববার   ০৬ অক্টোবর ২০২৪ || ২০ আশ্বিন ১৪৩১ || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৪

২৫৮

ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার

ফেসবুকে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে ম্যালওয়্যার ছড়াচ্ছে একদল সাইবার অপরাধী। সম্প্রতি এ ধরনের প্রতারণার ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান ট্রাস্টওয়েভ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ফেসবুকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিচ্ছে সাইবার অপরাধীরা। বিজ্ঞাপনে থাকা লিংকে ক্লিক করলেই স্মার্টফোন বা কম্পিউটারে ‘ওভিথ্রিআর স্টিলার’ ম্যালওয়্যার প্রবেশ করে। ক্ষতিকর ম্যালওয়্যারটি যন্ত্রে থাকা বিভিন্ন তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে দূরে থাকা সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে।

ট্রাস্টওয়েভের তথ্যমতে, ফেসবুকে সাধারণত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে সাইবার অপরাধীরা। এসব বিজ্ঞাপনে চাকরির আবেদনের জন্য একটি লিংকে ক্লিক করার পাশাপাশি পিডিএফ ফাইল নামানোর কথা বলা হয়। আগ্রহীরা লিংকে ক্লিক করলে বা পিডিএফ ফাইল নামালেই কম্পিউটার বা স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করে ওভিথ্রিআর স্টিলার ম্যালওয়্যার।

ওভিথ্রিআর স্টিলার ম্যালওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, অনলাইনে আদান-প্রদান করা বার্তা, ভার্চ্যুয়াল মুদ্রার অ্যাকাউন্টের পাসওয়ার্ডসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য সংগ্রহ করছে সাইবার অপরাধীরা। ফলে এসব তথ্য কাজে লাগিয়ে পরবর্তী সময়ে বড় ধরনের সাইবার হামলা চালানো সম্ভব।

জানা গেছে, গোপনে কম্পিউটার বা স্মার্টফোনে প্রবেশের পর ওভিথ্রিআর স্টিলার ম্যালওয়্যারটি ৯০ মিনিট পরপর দূরে থাকা সাইবার অপরাধীদের কাছে তথ্য পাঠাতে থাকে। ফলে একজন ব্যক্তির সর্বশেষ সব তথ্যই জানতে পারে সাইবার অপরাধীরা।

ম্যালওয়্যার হামলা থেকে নিরাপদ থাকতে সন্দেহজনক ফেসবুকে বিজ্ঞাপনে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। পাশাপাশি অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো পিডিএফ ফাইল নামানোর ক্ষেত্রেও সচেতন থাকতে বলেছেন তাঁরা।  

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত