মঙ্গলবার   ০৭ মে ২০২৪ || ২৩ বৈশাখ ১৪৩১ || ২৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজধানীর কাঁচাবাজারে মানুষের ঢল, স্বাস্থ্যবিধির বালাই নেই

স্টাফ করেসপন্ডেন্ট

১১:০৭, ৭ এপ্রিল ২০২১

আপডেট: ১৫:৩৪, ৭ এপ্রিল ২০২১

৫৪০

রাজধানীর কাঁচাবাজারে মানুষের ঢল, স্বাস্থ্যবিধির বালাই নেই

করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে সাতদিনের কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সরকার। সে সাথে মানতে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি। কিন্তু রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা যায় কেউই সে বিষয়গুলো মানছে না। 

কঠোর নিষেধাজ্ঞার প্রজ্ঞাপনে বলা হয়, নিত্য প্রয়োজনীয় দোকানগুলো সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। 

রাজধানীর কারওয়ানবাজার ও যাত্রাবাড়ী বাজারে ঘুরে দেখা যায়, ৮টার আগেই বাজারগুলোতে মানুষের ভিড় বাড়তে শুরু করে। সময় গড়াতেই বাজারে ঠাঁই পাওয়ার জায়াগা পেতেই কষ্ট হয়। 

কিন্তু কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অধিকাংশ বিক্রেতার মুখেই নেই মাস্ক। সামাজিক দূরত্বের বিষয়টিতো পুরোই এড়িয়ে যাওয়া হচ্ছে। অধিকাংশ ক্রেতা-কিংবা বিক্রতার মধ্যেই সচেতনতা লক্ষ্য করা যায়নি। এছাড়া লক্ষ্য করা যায়নি আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও। 

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এই নিষেধাজ্ঞা চলবে আগামী ১১ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত। এদিকে দেশে করোনা রোগী বাড়ছে দিন দিন। গত সপ্তাহজুড়ে করোনায় মৃত্যু সংখ্যা ছিল পঞ্চাশের উপরে। 

মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এর আগের ২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত ও মৃত্যু ছিল সর্বোচ্চ। এসময় মারা গেছেন ৬৬ জন এবং শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জনের। 


 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত