মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ || ১৭ বৈশাখ ১৪৩১ || ১৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৪

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:১৫, ১৩ মার্চ ২০২১

৪৯৭

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৪

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইরে ছয়তলার ফ্ল্যাটে সিলিন্ডারের গ্যাস জমে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

শনিবার (১৩ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির হোসেনের (১৫) মৃত্যু হয়। সাব্বির হোসেন শহরের মাসদাইর এলাকার মো. তামিমের ছেলে।

এর আগে সাব্বিরের মামা মো. মিশাল (২৬), মিশালের দেড় বছরের ছেলে মিনহাজ, চাচাতো শ্যালক মাহফুজের (১৩) মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন নিহত মিশালের স্ত্রী মিতা আক্তার (২৩) ও তার মেয়ে আফসানা আক্তার (৪)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ সাব্বির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যদের অবস্থা ভালো না।

উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় হাজী ভিলার ছয়তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পরিবারের ছয়জন দগ্ধ হন। বিস্ফোরণে ওই ঘরের দরজা-জানালার কাচ ভেঙে গেছে এবং ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত