শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নির্দিষ্ট কিছু চালের দাম বেঁধে দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক

০০:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২০

১৯৩১

নির্দিষ্ট কিছু চালের দাম বেঁধে দিলো সরকার

বেশ কয়েকদিন হলো চালের দামের গ্রাফ উর্দ্ধমুখী। এমন পরিস্থিতিতে সরকার মিলগুলোর জন্য সরু মিনিকেট এবং মাঝারি বিআর আটাশ এর পাইকারি দাম নির্ধারণ করে দিয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে চালকল মালিকদের বৈঠকে এ দাম নির্ধারণ করা হয়।

বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

নতুন দাম:
#সরু মিনিকেট চাল: কেজি প্রতি ৫১ টাকা ৫০ পয়সা।
৫০ কেজির বস্তা : ২,৫৭৫ টাকা।

#মাঝারি বিআর আটাশ:  কেজি প্রতি ৪৫ টাকা।
৫০ কেজির বস্তা : ২,২৫০ টাকা।

বাংলাদেশে এই দুই ধরণের চাল সবচেয়ে বেশি বিক্রি হয়। এই কারণে এই দুইটি চালের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। 

মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে দেশের সব চালকল মালিককে নতুন এই দামে চাল বিক্রি করতে হবে। এই নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চালকলগুলোতে নতুন দামে বিক্রি নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালাবেন। 

চালকল মালিকদের বক্তব্য, ধানের দাম কমানো হলে এই দামে চাল বিক্রিতে তাদের সমস্যা হবে না। কিন্তু এখন ধানের যে দাম রয়েছে, তাতে সরকারের বেঁধে দেওয়া দামে চাল বিক্রি করলে তারা লোকসানে পড়বেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত