শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মালবাহী ট্রেনে কালাহান্দি থেকে তুলো এলো বেনাপোলে

নিউজ ডেস্ক

১৬:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১

৬৫৭

মালবাহী ট্রেনে কালাহান্দি থেকে তুলো এলো বেনাপোলে

এই প্রথম মালবাহী ট্রেনে করে ভারত থেকে তুলো এলো বাংলাদেশ সীমান্তে। ভারতীয় তুলা করপোরেশন (সিসিআই) এর কাছ থেকে এই তুলা আমদানি করা হয়েছে। যা গত বুধবার ভারতের উড়িশ্যার কালাহান্দি জেলার জগন্নাথ রোড রেলওয়ে স্টেশন থেকে তুলোবোঝাই মালবাহী ট্রেনটি ছাড়ে। 

তুলোগুলো বাংলাদেশের বোনাপোল স্টেশন পর‌্যন্ত পৌঁছে দেওয়া হয়। 

এই চালানে ৬ হাজার ৫০০ বেল তুলো বাংলাদেশে পাঠানো হয়েছে বলে ভারতীয় তুলো করপোরেশনের বরাতে জানিয়েছে ওখানকার সংবাদমাধ্যমগুলো। 

সব মিলিয়ে ২ হাজার ৪৭১ টন তুলো আসে ৪২টি ওয়াগন বোঝাই হয়ে। উড়িষ্যার কালাহান্দি থেকে পশ্চিমবঙ্গের কলকাতা হয়ে বেনাপোলে পৌঁছায় মালবাহী ট্রেনটি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত