বুধবার   ২৩ অক্টোবর ২০২৪ || ৮ কার্তিক ১৪৩১ || ১৭ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকায় চলাচল করা বাস মহাসড়কে গেলেই ব্যবস্থা: ডিএমপি

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:২৭, ১২ জুন ২০২৪

১৭৭

ঢাকায় চলাচল করা বাস মহাসড়কে গেলেই ব্যবস্থা: ডিএমপি

রাজধানী ঢাকায় চলাচল করা বাসগুলো ঈদের সময় যাত্রী নিয়ে মহাসড়কে গেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান। তিনি বলেন, ওই বাসগুলোর নম্বর প্লেট ভিডিও করে রাখা হবে। বাতিল হতে পারে রুট পারমিটও।

আজ বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে ঈদুল আজহা উপলক্ষে ট্রাফিক নির্দেশনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুনিবুর রহমান।

মুনিবুর রহমান বলেন, ‘ঢাকা মহানগর এলাকায় চলাচল করা বাসগুলো দূরপাল্লার যাত্রীবহন করলে সেই বাসগুলোর নম্বর প্লেট ভিডিও করে রাখা হবে। পরে ওই বাসগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এসব গাড়ির রুট পারমিট বাতিলের ব্যবস্থা করা হবে।’

মুনিবুর রহমান বলেন, ‘ঘরমুখো যাত্রীদের টার্মিনালের ভেতরে ওঠানামা করতে হবে। কোন অবস্থাতেই টার্মিনাল থেকে বের হয়ে রাস্তায় বাসে যাত্রী ওঠানামা করানো যাবে না। গণপরিবহনগুলো নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রীবহন করতে পারবে না। বিশেষ করে ছাদে কোনো যাত্রী নেওয়া যাবে না। খালি ট্রাক বা পিকআপে যাত্রী নিয়ে দূরপাল্লার যাত্রা করা যাবে না।’

ঈদযাত্রার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘যাত্রীরা বাসের অপেক্ষায় টার্মিনাল সংলগ্ন সড়কে দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুনিবুর রহমান বলেন, ‘নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে বাস টার্মিনালকেন্দ্রিক সার্ভিলেন্স টিম তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।’

রাজধানীতে পশুবাহী গাড়িতে হাটের নাম টাঙাতে হবে এবং এক হাটের গরু অন্য হাটে নিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুনিবুর রহমান।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত