মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১ || ১৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোটের তফশিল ঘোষণা

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:০৪, ১৭ এপ্রিল ২০২৪

১৭৭

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোটের তফশিল ঘোষণা

ষষ্ঠতম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ১১২টি উপজেলায় আগামী ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

ঘোষিত তফশিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে। 

ইসি সচিব জানান, এই ধাপে ২১টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলো ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে।

এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের তফশিল ঘোষণা করে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে দেশের ১৫০টি উপজেলায় এবং দ্বিতীয় ধাপের ১৬১ উপজেলায় ২১ মে ভোটগ্রহণ করা হবে।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বাধ্যতামূলকভাবে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান রেখে নতুন বিধিমালা করেছে ইসি। সেই অনুযায়ী, আজ (বুধবার) প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত