রোববার   ০৬ অক্টোবর ২০২৪ || ২১ আশ্বিন ১৪৩১ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট

১১:০২, ২৯ মে ২০২৩

২৭০

দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

ঢাকার বায়ুর মান আজ অস্বাস্থ্যকর। সোমবার (২৯ মে) বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সোমবার সকাল ১০ টা ২০ মিনিটে ঢাকার স্কোর ১৫২।

আজকের যে স্কোর, সে অনুযায়ী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। রোববার ১৫৮ স্কোর নিয়ে এ তালিকায় ঢাকার অবস্থান ছিল প্রথমে।      

একিউআই স্কোর ১৬৯ নিয়ে এই তালিকার প্রথম অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই। তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের স্কোরও ১৫৮। চতুর্থ অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো, স্কোর ১৫৭।

প্রতিদিন বিশ্বের দূষিত শহরগুলোর বাতাসের মান নিয়ে তথ্য দেয় একিউআই। বাতাসে প্রতি ঘনমিটারে ২ দশমিক ৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরা হয়। পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ও ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত