শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ || ৫ আশ্বিন ১৪৩১ || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন মজুরি নির্ধারণের পর চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট

২২:৩০, ২৭ আগস্ট ২০২২

৬৭৭

নতুন মজুরি নির্ধারণের পর চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে চা-শ্রমিকের মজুরি ১৭০ টাকা নির্ধারণের পর ধর্মঘট প্রত্যাহার করেছেন আন্দোলনরত শ্রমিকরা।আগামীকাল থেকে তারা কাজে ফিরবেন। 

বৈঠকের পর শনিবার (২৭ আগস্ট) রাতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আমরা সাধারণ চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে একমত ও খুশি। সোমবার থেকে আমরা কাজে ফিরবো।’

এর আগে শনিবার (২৭ আগস্ট) বেলা সোয়া ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের বৈঠক শুরু হয়। ওই বৈঠকে ১৩টি চা বাগানের মালিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস গণমাধ্যমকে মজুরি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। 

১২০ টাকা থেকে বৃদ্ধি করে দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন দেশের ১৬৬ চা-বাগানের দেড় লাখের বেশি শ্রমিক। সেদিন থেকে চার দিন পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা। এরপর গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য পুরোদমে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন চা-বাগানের শ্রমিকরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত