শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অভিনব কায়দায় বিদ্যুৎ চুরি ঠেকাতে পাবনায় সাঁড়াশি অভিযান

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা

১২:১৭, ১৭ অক্টোবর ২০২১

৬৮৪

অভিনব কায়দায় বিদ্যুৎ চুরি ঠেকাতে পাবনায় সাঁড়াশি অভিযান

মিটারের লক সিল অভিনব কায়দায় কেটে, কৌশলে কারসাজি করা হয় মাদারবোর্ডে। রিডিং ডিভাইজ শর্ট করে সুপার গ্লু দিয়ে আটকে মিটার পূর্বের অবস্থায় আনা হয়। কিন্তু রিডিং নির্দিষ্ট করে দেয়ায় সর্বোচ্চ ৩০ ইউনিটের বেশী রিডিং না ওঠায়, যতই ব্যবহার হোক দেড়শ থেকে দুইশ টাকার বেশী বিল উঠবে না । 

এমন অভিনব কায়দায় মিটার কারসাজি করে একটি চক্র গ্রাহকদের উৎসাহিত করে বিদ্যুৎ চুরি করাচ্ছিল। কিছুদিন বিষয়টি লক্ষ্য করে, সন্দেহ হয় বিদ্যুৎ কর্মীদের। কারসাজির বিষয়ে নিশ্চিত হয়ে রবিবার সকালে বিদ্যুৎ চুরির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ কর্তৃপক্ষ। এ সময় অবৈধ সংযোগ ব্যবহারকারীদের হাতে নাতে ধরে জরিমানাও করা হয়েছে বলে জানান তারা। 

পল্লী বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আকমল হোসেনের নির্দেশে সহকারী জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন লাইন টেকনিশিয়ান মোঃ মহিউদ্দিন সহ দায়িত্বরত লাইনম্যানরা। 

গত এক সপ্তাহে নাজিরপুর অফিসের আওতাধীন দাপুনিয়া, হেমায়েতপুরের মধ্যে ১৩৯ টি মিটারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ ১৭ লাখ ১৬ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেছেন তারা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানানো হয়।

পল্লী বিদ্যুৎ-১ দাশুড়িয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান জানান, অভিনব পদ্ধতিতে বিদ্যুৎ চুরির কারণে বিদ্যুৎ খাতে সিস্টেম লস ও রাজস্ব হারাচ্ছে সরকার। বিদ্যুৎ জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। বর্তমান ডিজিটাল পদ্ধতিতে বিদ্যুৎ চুরি করে পার পাওয়া অসম্ভব। কাজেই বিদ্যুৎ চুরি না করে, ব্যবহারে মিতব্যয়ী হওয়া গ্রাহকদের জন্য সম্মানজনক। আগামীতে বিদ্যুৎ চুরি রোধে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত