মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১ || ১৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:০৫, ১০ জুলাই ২০২১

৫৩১

অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জন রিমান্ডে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জন নিহতের ঘটনায় গ্রেফতার আট আসামিকে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার (১০ জুলাই) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ফাহমিদা খানমের আদালত রিমান্ডের এ আদেশ দেন। আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন-সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহেনশাহ আজাদ, আবুল হাসেমের চার ছেলে এবং গ্রুপের ডিএমডি হাসিব বিন হাসেম, পরিচালক তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম, হাসেম ফুডসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মামুনুর রশিদ এবং সিভিল ইঞ্জনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন।

এর আগে রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর নাজিম উদ্দিন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে।

উল্লেখ্য ৮ জুলাই বিকেলে হাসেম ফুডসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটা ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের প্রাণহানি ঘটেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত