মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫ || ৮ মাঘ ১৪৩১ || ১৯ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১২৫ প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ ইসির

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৪৭, ১ ডিসেম্বর ২০২২

৩৮৪

১২৫ প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ ইসির

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগে অতিরিক্ত জেলা প্রশাসন (এডিসি), রিটার্নিং কর্মকর্তা, পুলিশের একাধিক মাঠ পর্যায়ের কর্মকর্তা, প্রিজাউডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রায় ১৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ নিয়েছে ইসি।

এছাড়া অনিয়মে ডিসি, এসপি ও প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, গাইবান্ধার উপনির্বাচনে অনিয়মের অভিযোগে অতিরিক্ত জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১২৫ প্রিজাইডিং অফিসার, পুলিশের পাঁচজনের দায় পেয়েছে ইসি।

এছাড়া প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলামকে চাকরি থেকে দুই মাসের জন্য বরখাস্ত করার নির্দেশ দিয়েছে ইসি।

আগামী সপ্তাহে এই আসনে নতুন করে ভোটের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান সিইসি।

গত ২৩ জুলাই জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

গত ১২ অক্টোবর শূন্য আসনটিতে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু কয়েকঘণ্টা ভোট না চলতেই ব্যাপক অনিয়মের অভিযোগে আসনটিতে ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত