শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার তহবিল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৫৩, ৩১ মার্চ ২০২১

৫১৫

নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার তহবিল গঠন

ব্যবসা শুরু করতে ২১ থেকে ৪৫ বছর বয়সী উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে মঙ্গলবার (৩০ মার্চ) একটি নোটিশ জারি করা হয়।   

তহবিলটি গঠন করা হয়েছে রিফাইনেন্স প্রকল্প অনুযায়ী অর্থাৎ টাকা প্রথমে সরাসরি গ্রাহকদের কাছে চলে যাবে এবং পরবর্তীতে আগের ঋণদাতা ব্যাংকটি বাংলাদেশ ব্যাংককে তা পরিশোধ করবে।

যে ব্যাংক থেকে ব্যবসায়ী আগে ঋণ নিয়েছে সেখানে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে টাকা নিতে পারবে নতুন ব্যবসায়ীরা।  আর বাংলাদেশ ব্যাংক সেখান থেকে ০.৫ শতাংশ টাকা গ্রহণ করবে। 

একজন গ্রাহক সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ নিতে পারবেন যা তাকে পাঁচ বছরে পরিশোধ করতে হবে। সর্বোচ্চ একবছর বাড়তি সুদ ছাড়া টাকা পরিশোধের সময় পাওয়া যাবে।  প্রতিটি ব্যাংককে তাদের কার্য নির্বাহ বাবদ ১ শতাংশ করে টাকা লাভ দেয়া হবে। 

স্টার্টআপ তহবিলটির অধীনে ১০ শতাংশ টাকা অর্থাৎ ৫০ কোটি টাকা নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখতে হবে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত