শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সয়াবিন ও পামওয়েলের দাম নির্ধারণ, কার্যকর শিগগিরই

স্টাফ করেসপন্ডেন্ট

১২:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৩:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২১

৭৪১

সয়াবিন ও পামওয়েলের দাম নির্ধারণ, কার্যকর শিগগিরই

ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছে নিত্যপ্রয়োজনীয় সংক্রান্ত দর নির্ধারণ কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে খোলা সয়াবিন প্রতিলিটার খুচরা ১১৫ টাকা, বোতলজাত ১৩৫ এবং পামসুপার ওয়েল প্রতিলিটার ১০৪ টাকায় বিক্রি হবে। দাম নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এই উদ্যোগ নিল দর নির্ধারণ কমিটি

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বাণিজ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিটির সভাপতি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, শিগগিরই এই দাম কার্যকর করা হবে। 

নিত্যপ্রয়োজনীয় সংক্রান্ত দর নির্ধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী-
খোলা সয়াবিন প্রতিলিটার মিল গেটে ১০৭ টাকা
পরিবেশক পর্যায়ে ১১০ টাকা এবং
খুচরা ১১৫ টাকা

বোতলজাত সয়াবিন প্রতিলিটার মিল গেটে ১২৩
পরিবেশক পর্যায়ে ১২৭ টাকা এবং
খুচরা ১৩৫ টাকা 

এছাড়া সয়াবিনের ৫ লিটার বোতল মিল গেটে ৫৯০, পরিবেশক পর্যায়ে ৬১০ ও খুচরা ৬৩০ টাকা বিক্রির সিদ্ধান্ত নেয় দর নির্ধারণ কমিটি।

অন্যদিকে ভোজ্যতেল হিসেবে বিক্রি হওয়া পামসুপার ওয়েল এখন থেকে মিল গেটে প্রতিলিটার ৯৫, পরিবেশক পর্যায়ে ৯৮ ও খুচরা পর্যায়ে ১০৪ টাকায় বিক্রি হবে।

মূল্য নির্ধারণী সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রাণালয়ের কর্মকর্তা ও ভোজ্যতেল মিল মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত