শনিবার   ০৪ মে ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১ || ২৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোজার আগে খেজুরের দাম নির্ধারণ করবে সরকার

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:৩১, ১০ মার্চ ২০২৪

২৭০

রোজার আগে খেজুরের দাম নির্ধারণ করবে সরকার

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, রোজাদারদের স্বস্তি দিতে দুই-একদিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় জিহাদি খেজুরের দাম বেঁধে দেবে।

রবিবার (১০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে রমজান মাস উপলক্ষে সাধারণ ভোক্তাদের সাশ্রয়ী মূল্য ‘টিকে গ্রুপের’ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয় আজ-কালের মধ্যে জিহাদি খেজুরের দাম বেঁধে দেবে জানিয়ে ভোক্তার ডিজি বলেন, আমদানিকারকদের সঙ্গে বৈঠকে বসে নজরদারির মধ্যে রাখা হবে অন্যান্য খেজুরও। ভোক্তা অধিকার বছরব্যাপী অভিযান কার্যক্রম পরিচালনা করে। বাজার নিয়ন্ত্রণে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রাখা হবে।

রমজানের সময় দ্রব্যমূল্য বৃদ্ধি পায় উল্লেখ করে ভোক্তার ডিজি বলেন, এবারের রমজানে ‘টিকে গ্রুপ’ প্রায় ৩০টি পণ্যে ৫-৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে বিক্রি করছে। ক্রেতাদের অস্বস্তি কমাতে দেশের অন্যান্য শিল্প গ্রুপগুলোকেও এগিয়ে আসতে হবে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত