মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ || ১ পৌষ ১৪৩২ || ২৩ জমাদিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১০ মার্চ থেকে ৬০০ টাকায় মিলবে গরুর মাংস

অপরাজেয় বাংলা ডেস্ক

১৪:৫৯, ৪ মার্চ ২০২৪

৪৭১

১০ মার্চ থেকে ৬০০ টাকায় মিলবে গরুর মাংস

রমজান উপলক্ষ্যে রাজধানী ঢাকায় ৩০ স্থানে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হবে। আগামী ১০ মার্চ থেকে শুরু হবে ট্রাক সে‌লের মাধ‌্যমে গরুর মাংস বিক্রি। সোমবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

তিনি জানান, ১০ মার্চ থেকে ঢাকার ৩০ স্থা‌নে ভ্রাম‌্যমাণ ট্রাক সে‌লের মাধ‌্যমে গরুর মাংস বিক্রি করা হবে ৬০০ টাকায়, খাসির মাংস ৯০০ টাকা, সলিড ব্রয়লার বিক্রি হবে ২৮০ টাকায়। ডিম বিক্রি হবে প্রতিটি ১০ টাকা ৫০ পয়সায়।

আগামী ১০ মার্চ সেটা উদ্বোধন করা হবে। এটি ঈদের আগের দিন পর্যন্ত চল‌বে বলে জানিয়েছেন মন্ত্রী।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের ভূ‌মিকা নি‌য়ে মন্ত্রী ব‌লেন, রমজান মাসে আমরা কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করব। এবার ডিসিরা তাদের সকল সামর্থ্য নিয়ে বাজার নিয়ন্ত্রণে একমত হয়েছেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank