শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:৩৭, ১০ মার্চ ২০২৩

২৮৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন

আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন ঘটছেই। শুক্রবারও (১০ মার্চ) জ্বালানি পণ্যটির দাম কমেছে। এ নিয়ে টানা চার কার্যদিবসে মূল্য হ্রাস পেলো। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, চলতি সপ্তাহে সর্বোচ্চ দর হারিয়েছে তেল। বিগত ৫ সপ্তাহের মধ্যে যা প্রথম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রবল হয়েছে। এতে তেলের চাহিদা কমবে। ফলে জ্বালানি পণ্যটির দাম কমেছে।

এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের মূল্য হ্রাস পেয়েছে ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৮১ ডলার ১৮ সেন্টে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর নিম্নমুখী হয়েছে ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৭৫ ডলার ১৬ সেন্টে।

বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার দারুণ সম্ভাবনা আছে। ইউরোপেও তা বৃদ্ধির আভাস পাওয়া যাচ্ছে। এতে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার কালো মেঘ ঘণীভূত হচ্ছে।

ফলে এ সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দাম ৫ শতাংশের বেশি কমেছে। গত ফেব্রুয়ারির শুরুর পর যা সর্বনিম্ন। এছাড়া ডলার চড়া থাকায় অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে তেল কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত