শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে ১২ ডিসেম্বর 

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:০১, ৩ ডিসেম্বর ২০২১

আপডেট: ২১:৪২, ৩ ডিসেম্বর ২০২১

৫৬৬

দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে ১২ ডিসেম্বর 

উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরুর হতে যাচ্ছে
উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরুর হতে যাচ্ছে

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরুর হতে যাচ্ছে। এ যাত্রা হবে ১২-১৩ ডিসেম্বের মধ্যে। তারিখটি সামনে রেখে প্রস্তুত হচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এ প্রস্তুতির কথা জানিয়েছেন ম্যাস র্যাটপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক।

রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার (৩ ডিসেম্বর) এসব তথ্য জানান এন এম সিদ্দিক।

তিনি বলেন, 'আমাদের প্রস্তুতি ছিল আগামী ১৫ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে করার। তবে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকার কারণে আমরা এই তারিখ এগিয়ে ১২ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে করার প্রস্তুতি নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘মতিঝিল পর্যন্ত চলাচল শুরু করা যাবে ২০২৩ সালের ডিসেম্বরে। আমরা সেভাবেই কাজ করছি। নির্ধারিত সময়েই ওই অংশ পর্যন্ত ট্রেন চলাচল করতে পারবে।’

গত ২৭ আগস্ট এই রুটে পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে।

এ প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত থাকলেও নতুন লক্ষ্য অনুযায়ী ২০২২ সালের জুনের মধ্যেই পুরো মেট্রোরেলের কাজ শেষ করা হতে পারে বলে আশাবাদী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি- ডিএমটিসিএল।

এ প্রকল্প চালু হলে উত্তরা-মতিঝিল রুটে প্রতি ঘণ্টায় ৬০ হাজার ও দিনে ৫ লাখ যাত্রী চলাচল করবে। মোট ১৬টি স্টেশনে থামবে ট্রেনগুলো।

উত্তরা-মতিঝিল রুট ছাড়াও ঢাকার যানজট নিরসন এবং দ্রুত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে আরও পাঁচটি রুটে মেট্রোরেল লাইন নির্মাণ করা হবে। সব মিলিয়ে ১২৮ কিলোমিটারের নেটওয়ার্ক হবে মেট্রোরেলের।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত