শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঝিনাইদহে আল-আরাফাহ্ ব্যাংকের ১৮৫তম শাখার শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক

১৯:৩৪, ১৩ জুন ২০২১

আপডেট: ১৯:৩৫, ১৩ জুন ২০২১

২৮৭

ঝিনাইদহে আল-আরাফাহ্ ব্যাংকের ১৮৫তম শাখার শুভ উদ্বোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঝিনাইদহ শাখা উদ্বোধন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঝিনাইদহ শাখা উদ্বোধন

ঝিনাইদহে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৫তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (১৩ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী। এসময় ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। 

এসময় তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।
 
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, মো. মুজিবুল কাদের, ডিরেক্টর জেনারেল মো. আব্দুল আউয়াল সরকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনাল হেড মো. মজিবুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর গফুর গাজী, হরিণাকুণ্ড উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান মো. নাসিম, সাবেক চেয়ারম্যান মোঃ মাহমুদুর রহামন ফোটন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। নতুন শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত