শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আইস-অস্ত্রসহ গ্রেফতার দুইজন ৯ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:০৭, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:৫৬, ১৭ অক্টোবর ২০২১

৩৩১

আইস-অস্ত্রসহ গ্রেফতার দুইজন ৯ দিনের রিমান্ডে

আসামিরা হলেন আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মো. খোকন এবং তার সহযোগী রফিক
আসামিরা হলেন আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মো. খোকন এবং তার সহযোগী রফিক

যাত্রাবাড়ী এলাকায় থেকে অবৈধ মাদক আইস (ক্রিস্টালমেথ) এবং অস্ত্রসহ গ্রেফতার দুজনের পৃথক দুই মামলায় ৯ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

**যাত্রাবাড়ীতে আইসের সবচেয়ে বড় চালানসহ মূল হোতা গ্রেফতার

রবিবার (১৭ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত মাদক মামলায় ৫ দিন এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত অস্ত্র মামলায় ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।

আসামিরা হলেন,-আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মো. খোকন এবং তার সহযোগী রফিক।

এরআগে পুলিশ এই দুই আসামিকে আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, এ দুই আসামি এবং তাদের সহযোগী অন্যান্য পলাতক আসামিরা সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অবৈধভাবে ভয়ংকর মেথাফেদামিন জাতীয় মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ/আইস কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে বড় বড় চালানের মাধ্যমে ঢাকা শহরে এনে মহানগরীসহ পাশ্ববর্তী জেলায় বিক্রি করে যুব সম্প্রদায়সহ অন্যান্য সম্প্রদায়কে পর্যায়ক্রমে ধ্বংসের দিকে ধাবিত করে আসছিল।

শনিবার ভোরে প্রায় ৫ কেজি আইস, বিদেশী অস্ত্র ও গুলিসহ টেকনাফ আইস সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে র‌্যাব। দেশে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ পরিমাণের আইসের চালান আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত