সোমবার   ০৬ মে ২০২৪ || ২৩ বৈশাখ ১৪৩১ || ২৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যাত্রাবাড়ীতে আইসের সবচেয়ে বড় চালানসহ মূল হোতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৫১, ১৬ অক্টোবর ২০২১

আপডেট: ১১:৫৪, ১৬ অক্টোবর ২০২১

৪৫৫

যাত্রাবাড়ীতে আইসের সবচেয়ে বড় চালানসহ মূল হোতা গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাদকদ্রব্য আইসের (ক্রিস্টাল মেথ) সবচেয়ে বড় চালান জব্দ করা হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাদকদ্রব্য আইসের (ক্রিস্টাল মেথ) সবচেয়ে বড় চালান জব্দ করা হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাদকদ্রব্য আইসের (ক্রিস্টাল মেথ) সবচেয়ে বড় চালান জব্দ করা হয়েছে। সেইসঙ্গে আইসচক্রের মূলক হোতাকেও গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

এ ছাড়া বিদেশি অস্ত্র, গুলিসহ আরেকজনও গ্রেফতার হয়েছে। এখন পর্যন্ত দেশে জব্দ করা এটিই আইসের সবচেয়ে বড় চালান।

শনিবার (১৬ অক্টোবর) র‍্যাবের পাঠানো মুঠোফোন বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে র‍্যাবের।

র‍্যাব বলছে, টেকনাফের আইসচক্রের হোতার নাম খোকন। তিনি আইসের সবচেয়ে বড় চালান পাঁচ কেজি আইসসহ ধরা পড়েছেন। গ্রেফতার আরেকজন তার সহযোগী। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত