বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট

১১:৩৯, ৮ এপ্রিল ২০২১

আপডেট: ১১:৪০, ৮ এপ্রিল ২০২১

৭১৯

লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি

লালমনিরহাটের তিস্তা চরাঞ্চলে শিলাবৃষ্টি ও ঝড়ে বসত-বাড়িসহ বিভিন্ন ফসলি জমির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৮এপ্রিল) মধ্যরাতে থেমে থেমে এ শিলাবৃষ্টি হয়। 

লালমনিরহাট সদরসহ ৫ উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি আরম্ভ হয়। তবে শিলাবৃষ্টির পরিমাপ বেশি ছিল কালীগঞ্জের কাকিনায়। এ সময় ওই এলাকার বিভিন্ন ফসসি জমিসহ গাছপালা ভেঙ্গে পড়ে লোকালয়ের বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়।

কৃষকরা জানান, ইতিমধ্যেই ধানের চারা লাগানো হয়েছে। এমনকি ভুট্টার মোচা বের হয়েছে। এমন সময় এ শিলাখণ্ডের আঘাত পাওয়ায় ধানসহ ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া সদ্য লাগানো সবুজ শাক সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা করা হচ্ছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শিলাবৃষ্টি কারণে উপজেলার হাজার হাজার বসত-বাড়ির ঘরের উপরের টিন ফুটা হয়ে গেছে। এ ছাড়া ভুট্টা,তামাক ও ইরি-বোরোসহ বিভিন্ন ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে।

কাকিনার কৃষক রহমান আলী জানান, বেশির ভাগ বাড়ির টিন ফুটো হয়ে গেছে। এ ছাড়া ও এলাকার ভুট্টা,তামাকসহ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, উপজেলা নির্বাহী অফিসারকে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করতে বলা হয়েছে। তারা তালিকা দিলে সহযোগিতা করা হবে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত