শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শাল্লায় হামলার ঘটনায় ওসি বরখাস্ত, দিরাই থানার ওসিকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:১২, ৭ এপ্রিল ২০২১

আপডেট: ১৫:২২, ৭ এপ্রিল ২০২১

৩৬২

শাল্লায় হামলার ঘটনায় ওসি বরখাস্ত, দিরাই থানার ওসিকে বদলি

বাঁয়ে দেরাই থানার ওসি আশরাফ ও ডানে শাল্লা থানা ওসি নাজমুল হক।
বাঁয়ে দেরাই থানার ওসি আশরাফ ও ডানে শাল্লা থানা ওসি নাজমুল হক।

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাওয়ে সনাতন ধর্মাবলম্বিদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় শাল্লা থানার ওসি নাজমুল হক কে বরখাস্ত করেছে পুলিশ হেড কোয়ার্টার। 

রাতে শাল্লা থানার ওসিকে সাময়িক বরখাস্তের পাশাপাশি নিকটবর্তী উপজেলা দিরাইয়ের থানা অফিসার্স ইনচার্জ আশরাফুল ইসলামকেও স্থান ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়েছে। তাকে দিরাই থেকে সরিয়ে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। 

এর আগে গত ৩ এপ্রিল থেকে বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের বিশেষ তদন্ত দল ঘটনাস্থলে অবস্থান করে। তদন্তের পর রিপোর্ট জমা দেয়া হলে পুলিশ সদর দপ্তর সার্বিক বিশ্লেষণ শেষে এই ব্যবস্থা নেয়। 

সদর দপ্তরের নির্দেশনা আসার পর সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য,গত ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতিতে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মামুনুল হক।

এরপর শাল্লা উপজেলার নোয়াগাওয়ের সনাতন ধর্মাবলম্বী ঝুমন দাশ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আল্লামা মামুনুল হককে নিয়ে ‘কুরুচিপূর্ণ ও ব্যাঙ্গাত্বক’ স্ট্যাটাস দেয়।

এরজন্যে পুলিশ দ্রুত ব্যাবস্থা নিয়ে ঝুমন দাশকে আটক করলেও ধর্মীয় উস্কানী দিয়ে লাঠিসোটা হাতে পরদিন নোয়াগাওয়ে হামলা চালায় শতাধিক মানুষ। এসময় ভাঙচুর করা হয় অর্ধশত বাড়িঘর।

ক্ষতিগ্রস্থরা জানিয়েছিলেন হামলাকারীরা মামুনুল হকের অনুসারী। তবে এই ঘটনাচক্রে নেতৃত্ব দেয়া অভিযোগ উঠে স্বাধীন নামক স্থানীয় মেম্বারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, স্বাধীন মেম্বার ও ফেসবুকে স্ট্যাটাস দেয়া ঝুমনের মধ্যে বিল নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ছিলো, আর এই সুযোগ টি স্বাধীন মেম্বার কাজে লাগিয়ে ঝুমনকে “শিক্ষা” দিতে ধর্মীয় উস্কানী দিয়েছিলেন। 

ঘটনার পর ২টি আলাদা মামলায় ১৫শ জনকে অভিযুক্ত করা হয়। গ্রেফতার করা হয় ৩৩ জনকে। বিষয়টি বর্তমানে বিচারাধীন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত