শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০ বছর পর চালু হলো আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৩:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১

৪৮৭

২০ বছর পর চালু হলো আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস

২০ বছর পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল শুরু।
২০ বছর পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল শুরু।

জনদুর্ভোগ লাঘবে আরিচা-কাজিরহাট রুটে ফেরি সার্ভিসটি ২০ বছর পর পুনরায চালু করা হয়েছে। আরিচা থেকে কাজিরহাটের ১৪ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সময় লাগবে এক ঘন্টা ৩০মিনিট এবং কাজিরহাট থেকে আরিচা আসতে সময় লাগবে এক ঘন্টা ১০মিনিট।

নাব্যতা সংকটের কারণে ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি থেকে আরিচা থেকে পাটুরিয়ায় নিয়ে যাওয়া হয় ফেরি ঘাট।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে একটি বড় ও দুটি মিডিয়াম ফেরি দিয়ে এ রুটের সার্ভিস শুরু হয়েছে। এ রুটে বড় বাসের ভাড়া ২০৬০, ট্রাকের ভাড়া ১৪০০, মাইক্রোবাসের ভাড়া ১০০০, ছোট গাড়ির এর ভাড়া ৬৮০, হোন্ডার ভাড়া ১০০ এবং যাত্রীর ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মানিকগঞ্জের আরিচা প্রান্তে পুনরায় চালু হওয়া ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত