সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু
সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু
![]() |
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। শনিবার (১ মার্চ) দুপুরে কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ ব্যাটালিয়নের কার্যক্রম উদ্বোধন করা হবে।
একই দিনে ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুরে অবস্থিত বিজিবির ডগ স্কোয়াড কে-৯ ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারেও পতাকা উত্তোলন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী-এর উপস্থিতিতে ঢাকার স্টেশন সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও গাজীপুরের ডগ স্কোয়াড কে-৯ ইউনিটেও একই সময় পতাকা উত্তোলন করা হবে।
পতাকা উত্তোলনের পর উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি ডগ স্কোয়াড কে-৯ ইউনিটের সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত দল মনোজ্ঞ প্যারেড প্রদর্শন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন— রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটির এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম। বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে, যা সীমান্ত নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

জনপ্রিয়
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- টানা ২য়বারের মত ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- ছারছীনা দরবার শরীফের পীরের মৃত্যু
- মেট্রোরেলের ৪ স্টেশন বন্ধ
- টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নিহত
- পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে রণক্ষেত্র শনিরআখড়া
- উত্তরায় গুলিতে আন্দোলনরত ৪ জন নিহত
- কোটা আন্দোলন
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ