রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ০৪ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বর্তমান সরকার নির্বাচ‌নের‌ দি‌কে অগ্রসর হ‌চ্ছে

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:১৬, ২৬ নভেম্বর ২০২৪

১১৯

বর্তমান সরকার নির্বাচ‌নের‌ দি‌কে অগ্রসর হ‌চ্ছে

নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খা‌লিদ হো‌সেন। ভোটার তা‌লিকা হালনাগাদ শেষে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপু‌রে রাঙামাটির কাউখালীর বেতবু‌নিয়া জ‌া‌মিয়তুশ শায়ক জ‌মির উদ্দিন আল ইলা‌মিয়া মাদ্রাসায় এক সংবর্ধনা ও শিক্ষা সে‌মিনা‌রে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, এ দে‌শের জনগণ দীর্ঘদিন ভোট দিতে পা‌রেনি। আগামীতে যার ভোট‌ সে যেন দি‌তে পা‌রে সেই প‌রি‌বেশ তৈরি করা হ‌চ্ছে।

অস্থিতিশীল পরিবেশে নির্বাচন হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, অবাধ নির্বাচনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতির চাঙ্গা ভাব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে প্রাধান্য দেয়া উচিত। এসময় তি‌নি  বৈষম‌্যহীন বাংলা‌দেশ গড়‌তে সক‌লের সহ‌যোগিতা কামনা ক‌রেন। 

নানুপুর জামেয়া ইসলামী উবাইদিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মাওলানা সালাউদ্দিন নানুপুরির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত