শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ || ১৩ পৌষ ১৪৩২ || ০৫ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:২৬, ১২ জুন ২০২৪

৬২৩

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অধরা ইসলাম মোহনা নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহনার আগামী ৩০ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। সে পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মো. রাসেল মুন্সীর বড় মেয়ে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশে এক বান্ধবীকে নিয়ে পৌরসভার সামনে থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে শহরের বড় চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মডেল মসজিদ সংলগ্ন সড়কে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গালায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank