শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১২ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রতারণা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০২৪

২৪৯

প্রতারণা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা জেলা যুব মহিলা লীগের সদস্য মিম খাতুন ওরফে আফসানা মিম (২৬) ও তার স্বামী ওবায়দুল্লাহকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) একই জেলার আটঘড়িয়া উপজেলার যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান বাবুর করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ওবায়দুল্লাহকে কখনো স্বামী, কখনো দুলাভাই হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দেন মিম।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানূর রহমান। তিনি বলেন, ‘প্রতারণা মামলায় বুধবার সকালে তাদের পাবনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হবে।’

অভিযোগের বিষয়ে মামলার বাদী মনিরুজ্জামান বাবু বলেন, ‘ফেসবুকের মাধ্যমে মিমের সঙ্গে আমার পরিচয়। এর কিছুদিন পর ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তিকে মিমের দুলাভাই হিসেবে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। পরবর্তীতে বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে ১৩ লক্ষাধিক টাকা ধার নেয় মিম ও ওবায়দুল্লাহ। বিশ্বাসের কারণে দলিল ছাড়া লেনদেন হলেও পরে দলিল করতে চাইলে তারা টালবাহানা শুরু করেন। একসময় তারা পাওনা টাকা ফেরত দেবেন না বলে হুঁশিয়ারি দেন এবং আমাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দেখান।’

মনিরুজ্জামান আরও বলেন, ‘বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জেনেছি দুলাভাই বলে পরিচয় দিলেও মূলত মিমের ৪র্থ স্বামী ওবায়দুল্লাহ। তারা দুজন মিলে পরিকল্পিতভাবে আমাকে প্রতারণার জালে ফেলে। এর আগেও অনেকের সঙ্গে এমনটা করেছে। উপায় না পেয়ে একপর্যায়ে আমি গুলশান থানা পুলিশের সহযোগিতা নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করি। আশা করছি, আইনি ব্যবস্থার মাধ্যমে এ বিষয়ে সুষ্ঠু বিচার পাব।’

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত