এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপ সংঘর্ষ, আহত ৩
এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপ সংঘর্ষ, আহত ৩
![]() |
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন আহাদুজ্জামান (৩৫), সুমন (২০) ও আসমান (২২)।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দ্রুত গতিতে পিকআপ ও ট্রাকটি চলছিল। দুটি গাড়ি বেজগাঁও এলাকায় পৌঁছালে ওভারটেক করার সময় পাশাপাশি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে মালবোঝাই ট্রাকটি পাশের রেলিংয়ে সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। সংঘর্ষ দুমড়েমুচড়ে যায় পিকআপের সামনের অংশ। এ সময় তিনজন আহত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহফুজ রিবেন বলেন, স্থানীয়দের খবর পয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ির মধ্যে মালবোঝাই ট্রাকটি সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে। পিকআপটিতে সবজি ভর্তি থাকায় সেগুলো আনলোড করতে হবে। তাই সেটি সড়কে রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়` - শিশু মারিয়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
খুন হওয়া বাবা-মাকে খুঁজে ফিরছে ছোট্ট মারিয়ার চোখ - ফেনী পৌরসভার ২৪ কাউন্সিলর পদে আ’লীগের ১৬১ মনোনয়ন প্রত্যাশী