শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারত থেকে ২০০ মে. টন তরল অক্সিজেন এবার বেনাপোলে

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:১৭, ১৩ অক্টোবর ২০২১

৩৮১

ভারত থেকে ২০০ মে. টন তরল অক্সিজেন এবার বেনাপোলে

ভারত থেকে ট্রেনে করে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন বেনাপোল বন্দরে খালাস করা হয়েছে
ভারত থেকে ট্রেনে করে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন বেনাপোল বন্দরে খালাস করা হয়েছে

ভারত থেকে ট্রেনে করে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন বেনাপোল বন্দরে খালাস করা হয়েছে। বেনাপোল বন্দরের ২ নম্বর গেটে অক্সিজেন এক্সপ্রেস ট্রেন থেকে সরাসরি ট্যাংকারে তরল অক্সিজেন খালাস করা হয়।

এর আগে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম তীরে সিরাজগঞ্জে ভারতীয় অক্সিজেন এক্সপ্রেস থেকে ট্যাংকারে তরল অক্সিজেন খালাস করা হয়। এবার করা হলো বেনাপোলে।

অক্সিজেন আমদানি করছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড এবং রপ্তানি করছে লিন্ডে ইন্ডিয়া লিমিটেড। সিএন্ডএফ এজেন্ট মেসার্স সারথি এন্টারপ্রাইজ অক্সিজেনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।

জানা গেছে, আগে ট্রেনে আমদানি করা অক্সিজেন সরাসরি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম তীরে সিরাজগঞ্জে খালাস করা হতো। সেখান থেকে পাঠানো হতো দেশের অন্যান্য স্থানে। এতে খরচ অনেক বেড়ে যেত।

এখন থেকে ভারত থেকে রেলের অক্সিজেন এক্সপ্রেস বেনাপোল বন্দরে ট্যাংকারে আনলোড করে রাখা হবে। পরে চাহিদা অনুযায়ী অন্যান্য স্থানে পাঠানো হবে। এতে আমাদের পরিবহন খরচও অনেক কমে যাবে।

এর আগে, গত ২৪ জুলাই ভারত থেকে রেলপথে বেনাপোল বন্দরে অক্সিজেন আমদানি শুরু হয়। এখন পর্যন্ত ৪ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হয়েছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত